আসন ৩০০, জোটের হিসাব-নিকাশে কোন দল কতটি আসনে মনোনয়ন জমা দিল?
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দিয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি আসনে মনোনয়ন জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপরই রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
দলভিত্তিক হিসেবে দেখা যায়, বিএনপি ৩৩১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে, যা মোট আসনের সংখ্যার চেয়েও বেশি। একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি, জামায়াতে ইসলামী ২৭৬টি, জাতীয় পার্টি ২২৪টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে।
নির্বাচনী সূত্র জানায়, একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার কারণে অনেক আসনে একাধিক মনোনয়ন পড়েছে। ফলে মোট আসন সংখ্যা ৩০০ হলেও দলগুলোর জমা দেওয়া মনোনয়ন সংখ্যা এর চেয়ে বেশি হয়েছে। এর মধ্যে জামায়াত-ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট বনিবনা নিয়ে এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে পারলে দল দুটির মনোনয়ন তালিকায় বেশ কিছু পরিবর্তন আসবে বলে উভয় দল সূত্রে জানা গেছে।
তথ্যমতে, নির্বাচন কমিশনের পরবর্তী যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা ।