স্বাস্থ্যকর জীবন নিশ্চিতের তাগিদে ‘বিশ্ব ইন্টেরিয়র দিবস’ উৎযাপন
‘সজ্জিত পরিসর, পরিবর্তিত জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে ‘বিশ্ব ইন্টেরিয়র দিবস’। এ উপলক্ষে শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের আয়োজনে স্বাস্থ্যকর জীবন নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়েছে।
এতে ইন্টেরিয়র ডিজাইনার সোহেলি সায়মা সেঁজুতির উপস্থাপনায় বক্তব্য রাখেন ইন্টেরিয়র ডিজাইনার ইশরাত জাহান ঈশিতা, আবু আল সউদ, বেক্সিমকোর হেড অব প্রডিউস মো. তরিকুল ইসলাম, হেড অব আইটি সাপোর্ট কাজী আকরামুল হক প্রমুখ।
বক্তারা বলেন, প্রাচীনকালে বাস্তুশাস্ত্র নামে একটি বিষয় ছিল, যা ঘর কীভাবে তৈরি হবে, এর আসবাবপত্র কীভাবে সাজানো হবে এ বিষয়ে নির্দেশনা দিত। আধুনিককালে বলতে গেলে এর নামই হলো ইন্টেরিয়র ডিজাইন বা আভ্যন্তরীণ ব্যবস্থাপনা।
তারা বলেন, এই ডিজাইন আমাদের সমাজ সংস্কৃতি, রুচিবোধ এ সব সম্পর্কে ধারণা দেয়। একটি ভালো আভ্যন্তরীণ ডিজাইন কর্মক্ষমতা বাড়িয়ে দিতে সহায়তা করে
ইন্টেরিয়র ডিজাইনের সাথে সাথে সামাজিক দায়বদ্ধতার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এই ডিজাইন শুধু বাসাবাড়ি, অফিস এবং রেস্টুরেন্টেই সীমাবদ্ধ আছে। একে আরও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একটি বস্তির মধ্যে বাস করেও কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায়, এ বিষয়ে কাজ করা দরকার।