পদত্যাগের বিষয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ
‘পদত্যাগের বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে’ সংবাদ সম্মেলন ডেকে এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, আমি এখন একটি দায়িত্বের মধ্যে রয়েছি তাই আমাকে নিয়ম মেনে চলতে হয়। তবে আমি নির্বাচন করবো। তবে কোন দল এবং কোন আসন সেটি আমি পরে জানিয়ে দেব। এ বিষয়ে এখন আর বলতে পারছি না।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে, আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি প্রথমে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম মন্ত্রণালয় বাদ দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।