নেদারল্যান্ডসে ইয়ুথ গ্লোবাল ফোরাম ২০১৯

  © সংগৃহীত

ইয়ুথ টাইম ইন্টারন্যাশনাল মুভমেন্ট তাদের পঞ্চম বার্ষিক ইয়ুথ গ্লোবাল ফোরামের জন্য আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী এবং প্রকল্প উপস্থাপকদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে। মানব সমাজ দ্রুত এমন একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে মেশিন এবং প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনে আধিপত্য লাভ করছে। মনে হচ্ছে শিক্ষা, নিরাপত্তা, ব্যবসা বা উৎপাদন-সমাজের কোন দিকই মানুষ ও মেশিনের ক্রমাগত একীকরণ থেকে মুক্ত হবে না।

এবারের ফোরামের বিষয় হলঃ ‘Inclusive Development vs Industry 5.0: Where is the future?’ এ বিষয়ে বিশেষজ্ঞ এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নেতাকর্মীরা আলোচনা করবে। তারা বিভিন্ন পরিসরে যুবকদের সহায়তা করবে এবং আধুনিক অবস্থায় সফলভাবে মানিয়ে নেওয়ার কৌশল নিয়েও আলোচনা করবে।

তাছাড়া অংশগ্রহণকারীরা বিভিন্ন ওয়ার্কশপ, কি-নোট এবং মাস্টার ক্লাসের মাধ্যমে অনেক কিছু শেখার সুযোগ লাভ করবে।

স্থান: নেদারল্যান্ডস

সুযোগ সুবিধাসমূহ:

অ্যামস্টারডাম শহরে ১ সপ্তাহ থাকার সুযোগ এবং এমন সব অমূল্য নতুন দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতা লাভ করুন যা আপনার ভবিষ্যতের পেশাদার প্রচেষ্টার জন্য দৃঢ় ভিত্তি হিসেবে কাজ করবে। প্রোজেক্ট প্রেজেন্টাররা ইয়ুথ টাইম আইডিয়া গ্র্যান্টে প্রতিযোগিতা করতে পারবে। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে ১০,০০০ ইউরোর পুরষ্কার, ইউরোপ এবং সাউথ-ইস্ট এশিয়ার স্বনামধন্য বিজনেস স্কুলে অধ্যয়নের জন্য ফুল-ফান্ডেড বৃত্তি এবং ইন্টার্নশিপের সুযোগ।

ফান্ডিং:

অংশগ্রহণ আংশিকভাবে অর্থায়ন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠান, সাংস্কৃতিক কার্যক্রম এবং অফিসিয়াল ডিনার ইয়ুথ টাইম ইন্টারন্যাশনাল মুভমেন্ট দ্বারা অর্থায়িত করা হবে। ভ্রমণ খরচ অংশগ্রহণকারীকে বহন করতে হবে। তাছাড়া রেজিস্ট্রেশন ফি ও প্রদান করতে হবে।

রেজিস্ট্রেশন ফিঃ ৩০০ ইউরো (বিদেশী অংশগ্রহণকারীদের জন্য); ২০০ ইউরো (বিদেশী প্রোজেক্ট প্রেজেন্টারদের জন্য)।

বৃত্তি:

এই প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তি এমন সব চমৎকার তরুণ নেতাদের দেওয়া হবে যারা তাদের কাজের মাধ্যমে তাদের সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে বা হচ্ছে। এই বৃত্তির মাধ্যমে একজন প্রার্থীকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি তার ফ্লাইট, খাদ্য এবং আবাসনের জন্য অর্থ প্রদান করা হবে। মোট ২জনকে এই বৃত্তি প্রদান করা হবে। একজন ‘পারটিসিপেন্ট’ বিভাগে বৃত্তি পাবে আর একজন ‘প্রোজেক্ট প্রেজেন্টর’ বিভাগে বৃত্তি পাবে। বৃত্তির আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

আবেদনের যোগ্যতা:

বয়সঃ ২০-৩৫

মাস্টার্স/পিএইচডি শিক্ষার্থী, সামাজিক উদ্যোক্তা, তরুণ পেশাদার, স্টার্টআপ ইনকিউবেটর অথবা অ্যাক্সিলারেটরে কাজ করে এমন ব্যক্তিরা ইংরেজিতে দক্ষ (লিখিত এবং মৌখিক) একজন প্রোজেক্ট প্রেজেন্টর বা একজন সাধারণ অংশগ্রহণকারী হিসেবে আবেদন করতে পারেন

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সকলের জন্য উন্মুক্ত।

আবেদন পদ্ধতি:

অ্যাপলাই লিংকে গিয়ে ইয়ুথ গ্লোবাল ফোরাম পারটিসিপেন্ট অ্যাপলিকেশন ফর্ম পূরণ করুন।

আবেদনের শেষ তারিখ: জুন ১, ২০১৯ (১১ দিন বাকি)

আবেদন করুন এখানে


সর্বশেষ সংবাদ