২০ নভেম্বর ২০২৫, ২০:৩২
নেত্রকোনায় হারভেস্টারের চাপায় প্রাণ গেল শিশুর
নেত্রকোনার কেন্দুয়ায় হারভেস্টার মেশিনের নিচে পড়ে হোসাইন মিয়া (৯) নামের এক শিশু মারা গেছে। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে ঘটে। হোসাইন মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হোসাইন মিয়া গাড়াদিয়া গ্রামের বুলবুল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেলে এলাকার মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল হোসাইন মিয়া। এ সময় মাঠের পাশে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছিল। পরে অসাবধানতাবশত মাঠের পাশে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার সময় মেশিনের নিচে পড়ে মারা যায় হোসাইন মিয়া।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হারভেস্টার মেশিনের নিচে পড়ে হোসাইন মিয়ার মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।