কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে গাকৃবি
যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট সব মিলিয়ে পঞ্চম। গত ১৮ নভেম্বর কিউএসের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়।
এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বব্যাপী ১ হাজার ৯৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের ২২টি বিশ্ববিদ্যালয়। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরেই অবস্থান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের।
আরও পড়ুন: সেই ‘১০০১ শিক্ষকের বিবৃতি’র নেপথ্যে অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষক নাকি অন্য কেউ?
র্যাঙ্কিং অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই ঐতিহাসিক সাফল্য শুধুমাত্র একটি সংখ্যা নয়; এটি পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত পরিশ্রমের ফল। আমরা এখানেই থেমে থাকব না। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ১০০–২০০ এর মধ্যে প্রবেশ এবং দেশে প্রথম স্থান অর্জনই এখন আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, বিশ্বের প্রায় দুই হাজার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় গাকৃবির এই অবস্থান একটি গৌরবময় মুহূর্ত। কৃষিনির্ভর বাংলাদেশের উন্নয়ন টেকসই গবেষণা, উদ্ভাবন ও পরিবেশ সংরক্ষণে নির্ভরশীল—আর সেই ভবিষ্যত নির্মাণে গাকৃবি আরও বেশি অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক–প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া ইউআরআই র্যাঙ্কিং ২০২৫-এর ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি ৭৭তম অবস্থানে রয়েছে, যা বাংলাদেশের মধ্যে সেরা।