১৯ নভেম্বর ২০২৫, ১৬:৫৪

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সেনাবাহিনীর সহায়তা জরুরি: প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস  © সংগৃহীত ছবি

মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে সত্যিকারের শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর ভূমিকার কথা স্মরণ করে তিনি জানান, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সেনাবাহিনী প্রশংসার দাবিদার।

এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানসহ ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা অর্জিত জ্ঞান তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রয়োগ করে দেশের সংকটময় পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।