নিজ বাড়িতে ঝুলছিল কলেজ ছাত্রের নিথর দেহ
রাজধানীর খিলগাঁওয়ে মো. সিফাত আহমেদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা বলছেন, অভিমানে আত্মহত্যা করেছেন সিফাত।
নিহত সিফাত আহমেদ খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। তিনি খিলগাঁও চৌরাস্তা ঝিলপাড় এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
সিফাতের চাচাত ভাই মো. ওসমান জানিয়েছেন, সিফাত রাগী প্রকৃতির হওয়ায় অল্পতেই যেকোনো বিষয়ে রাগান্বিত হয়ে যান। শুক্রবার সন্ধ্যার তিনি বাসায় এসে মোবাইল খুঁজতে গিয়ে দেখেন তার ছোট বোন অনলাইনে ক্লাস করছে। মোবাইলটি চাইলে ছোট বোন তাকে বলেছিল, আধাঘণ্টা পরে নিও, আমার অনলাইনে ক্লাস আছে।
ওসমান দাবি করেন, এ কারণে সিফাত অভিমান করে সবার অগোচরে ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খিদমা জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে রাত সোয়া ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও দুইবার ছোটখাট বিষয় নিয়ে সিফাত আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানিয়েছেন ওসমান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।