কৃষকদের রক্ষায় প্রয়োজনে লংমার্চ করা হবে: ডাকসু ভিপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মে ২০১৯, ০২:২৯ PM , আপডেট: ১৩ মে ২০১৯, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, কৃষকরা ধান চাষ করে ন্যায্য মূল্য পাচ্ছে না। তাদেরকে নিজেদের অধিকার আদায়ে এখনই সোচ্চার হতে হবে। প্রয়োজনে ভারতের মতো লংমার্চ করতে হবে। দেশের সাধারণ শিক্ষার্থীরা তাদের পাশে আছেন। কৃষকদের রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজনে লংমার্চ করবে বলেও ঘোষণা দেন তিনি।
ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং এব মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিয়ে আসার দাবিতে মানববন্ধন করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ডাকসু ভিপি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, শহরে বাস করেও শিক্ষার্থীরা কৃষকদের পাশে দাড়িয়েছে। রাস্তাঘাট, ফ্লাইওভার করে উন্নয়ন হবে না। মানুষের জীবনমানের উন্নয়ন করতে হবে। কৃষির ওপর দেশের অর্থনীতি দাড়িয়ে। অথচ কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না।
তিনি বলেন, সরকারি প্রত্যেকটি সেক্টরে বাড়তি মানুষ থাকলেও কাঙ্খিত সেবা মিলছে না। এটা নিশ্চিত করতে হবে। কৃষকরা এদেশের চালিকাশক্তি। তারা কৃষি থেকে মুখ ফিরিয়ে নিলে আমাদের না খেয়ে থাকতে হবে। এজন্য কৃষকের অধিকার রক্ষার আহবান জানান তিনি।
এসময় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে নুরুল হক নুর বলেন, কৃষকের টাকায় সবার বেতন হয়। এজন্য তাদের পক্ষে থাকতে হবে। মালিক নয় তাদের সেবক হয়ে সবাইকে কাজ করতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকরা ধান চাষ করে পর্যাপ্ত দাম পাচ্ছেন না। তারা কাউকে তাদের কষ্টের কথা বলতে পারে না। অথচ ডাক্তার, চিকিৎসকরা কোন সমস্যায় পড়লে তারা আন্দোলন করে দাবি আদায় করে নিচ্ছেন। কিন্তু কৃষকরা ফেসবুক, টুইটারও চালাতে পারে না বলে তাদের কথা কোথাও বলতে পারেন না।
তারা আরও বলেন, কৃষকরা চাষ করলেও তার ফল ভোগ করছেন অন্যরা। তারা দামি গাড়ি, এসি রুমে বসে আনন্দ করছেন। এর অবসান হওয়া জরুরি। কৃষকদেরকে তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
এসময় রাজধানীতে নিরাপদ পানির দাবিতে আন্দোলন করে আলোচনায় আসা মিজানুর রহমান বলেন, এভাবে শুধু প্রেসক্লাবের সামনে আন্দোলন করে লাভ হবে না। শুধু ধানই নয় অন্য ফসলেরও দাম নেই। এজন্য কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এসময় সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।
সবশেষে সংগঠনের আহবায়ক হাসান আল মামুন পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন। তিনি জানান, কৃষকদের সকল দাবির পক্ষে এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে আগামী বুধবার (১৫ মে) সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সারাদেশে যেখানে যেখানে কমিটি আছে সেখানে এ কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হোসেনসহ কোটা সংস্কার আন্দোলনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।