০৪ মে ২০১৯, ১১:৫৭

ফণি মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ: জয় (ভিডিও)

  © সংগৃহীত

ঘূর্ণিঝড় ফণি ভারতে তাণ্ডব চালিয়ে এখন বাংলাদেশের খুলনা, যশোর, সাতক্ষীরা এলাকায় অবস্থান করছে। তবে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ফণি মোকাবেলায় বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।

ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

‘ধেয়ে আসছে ফণি, প্রস্তুত বাংলাদেশ

ঘূর্ণিঝড় ফণির কারণে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রামকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ফণী মোকাবেলায় বাংলাদেশ সরকারের পদক্ষেপ সমূহ-

- দেশের ১৯ উপকূলীয় জেলায় ৫৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত

- উপকূলীয় ১৯ জেলার মোট ৩,৮৬৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত

- দেশের উপকূলীয় ১৯ জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ

- সকল জেলা প্রশাসকদের ২০০ মেট্রিক টন চাল, ৪১ হাজার প্যাকেট শুকনো খাবার ও ৫ লাখ করে টাকা দেওয়া হয়েছে

- ফণী’র প্রভাব মোকাবিলা ও জরুরি তথ্য আদান-প্রদানের কন্ট্রোল রুম নম্বর ০২৯৫৪৬০৭২

- ঘূর্ণিঝড় ফণীর আঘাতের শঙ্কায় সারাদেশে নৌ চলাচল বন্ধ, প্রস্তুত নৌবাহিনীর ৩২টি জাহাজ

- দুর্যোগ চলাকালীন বা পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী

-ফণী’র পরিস্থিতি মোকাবিলায় বিআইডাব্লিউটিএ’র সহ সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল

সতর্ক থাকুন, সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।’