ফণীর আতঙ্কে ভোলায় ২৫ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে
ঘূর্ণিঝড় ফণীর তীব্র আঘাতে ভোলার উপকূলীয় বিচ্ছিন্ন চরাঞ্চলের প্রায় ২৫হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
শুক্রবার বিকলে থেকে বৃষ্টি ও বাতাস বৃদ্ধি পাওয়ায় এলাকার বসবাসরত জনগণ নিরাপদ আশ্রয়ে চলে এসেছেন বলে জানিয়েছেন তারা।রাত ঘনিয়ে আসার সাথে সাথে আশ্রয় কেন্দ্রগুলোতেও মানুষে ভীর বাড়ছে। আশ্রয় নেয়া বাসিন্দারা বেশীর ভাগ নদীর তীরবর্তী ও চরাঞ্চলের মানুষ।
এদিকে ভুক্তভোগী মানুষগুলোকে নিরাপদ আশ্রয়ে আনার জন্য প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছেন রেড ক্রিসেন্ট, সিপিপিসহ অন্যান্য সংগঠনের ১০ হাজার ২০০ স্বেচ্ছাসেবক। সেচ্ছাসেবীরা ঘূর্ণিঝড়ের সংকেত প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে দেখা গেছে।
ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম জানান ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় গত কয়েকদিন ধরে তাদের প্রায় ১০হাজার স্বেচ্ছাসেবক মাঠ পর্যায়ে কাজ করে আসছে।
তিনি বলেন, সেই সাথে আমাদের সেচ্ছাসেবী সংগঠনটি মানুষের কাছে ঘূর্ণিঝড়ের বার্তা পৌঁছে দেয়ার কাজটিও করে আসছে। পাশাপাশি তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে সহযোগীতা করতেছে। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র গুলোতে শুকনো খাবার সরবারহের কাজেও অবদান রাখছে।