২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩

সমাজে ঘাপটি মেরে থাকা ঘসেটি বেগম ও মীরজাফরদের চিনতে হবে

বক্তব্য রাখছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ  © টিডিসি

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘সমাজে ঘাপটি মেরে থাকা ঘসেটি বেগম ও মীরজাফরদের চিনতে হবে। কোন দলের কারা আগামীতে আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে চায়, এস আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় সেই গাদ্দারদের চিনতে হবে।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এবি পার্টির জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না। বর্তমানে দেশের অনেক রাজনীতিবিদরা তাদের টাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন ও খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের সন্তানদের লেখাপড়া করাচ্ছেন।’  

তিনি বলেন, ‘আমাদের মোদ্দাকথা হচ্ছে বাংলাদেশের স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোনো আপস হবে না। দিল্লির আধিপত্য প্রশ্নে কোনো আপস হবে না। কংগ্রেসের নামে আসুক, বিজিবির নামে আসুক, গান্ধী পরিবারের নামে আসুক কিংবা মোদির নামে আসুক এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোনো ছাড় দেব না।’

পিআর সম্পর্কে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘তিনশ আসনের মধ্যে দুইশ আসনে সরাসরি ভোট আর বাকি একশ আসনে পিআর পদ্ধতিতে হলে আমাদের কোনো সমস্যা নেই। জুলাই সনদে আমরা কিছু প্রস্তাব দিয়েছি। জুলাই সনদ বাস্তবায়ন না হলেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এবি পার্টি।’

এবি পার্টির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে জুলাই গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, এনসিপির মানিকগঞ্জ জেলার আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদ তালুকদার।