২২ এপ্রিল ২০১৯, ১৭:৫১

শ্রীলঙ্কায় হামলা: শেখ সেলিমের নাতির লাশ আসবে কাল

শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী।  © সংগৃহীত

সংগঠিত শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান মারা গেছে বলে নিশ্চিত করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মন্ত্রী বলেন, আগামী কালকের মধ্যে জায়ানের লাশ দেশে পৌঁছাবে বলে আশা করছি।

সোমবার বেলা সাড়ে ১১টায় শেখ সেলিমের বনানী বাসায় গনমাধ্যম কর্মীদের সাথে আলোচনাকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শ্রীলঙ্কার ঘটে যাওয়া খুবই মর্মান্তিক। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপরও আমরা এসেছি শেখ সেলিমকে সান্ত্বনা দিতে। শেখ সেলিমের নাতি জায়ান মারা গেছে কিন্তু জামাতা এখনো সেভ আছেন। তবে তার দুটি পা ড্যামেজ হয়ে গেছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তিনি কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সকালে ১০-১২ জন হাফেজ সমন্বয়ে নিহত জায়ানের আত্মার মাগফিরাত কামনায় কোরআন শরীফ খতম দেয়া হয়। জানা যায়, নাতি জায়ান চৌধুরী শেখ সেলিমের এ বাসায়ই থাকতেন। সে কারণে এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় রোববার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। সে হামলায় শেখ সেলিমের নাতিও হামলার শিকার হন। বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে।