২০ এপ্রিল ২০১৯, ১৯:০৬

২৭ বছরের যুবকের টানে ৫২ বছরের মার্কিন নারী বাংলাদেশে

  © সংগৃহীত

এর আগেও বহু বিদেশী সুন্দরী রমণীদের এ দেশের তরুণ ছেলেদের প্রেমের টানে ছুটে আসার ঘটনা রয়েছে। তবে সম্প্রতি সেই তালিকায় যোগ হলেন আমেরিকা থেকে প্রেমিকের টানে বাংলাদেশে ছুটে আসেন ডংসন লং নামের ৫২ বছর বয়সী এক মার্কিন নারী। এরপর ডংসন লং তার ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। শুধু তাই নয়, তারা দুজনে বিয়েরে কাজটাও সেরে নিয়েছেন। ডংসন লংয়ের বর্তমান নাম মরিয়ম খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বনানীপাড়ার সোনালী ব্যাংক কর্মচারী শাহাবুল হোসেনের ছেলে ফয়সাল আহমেদের প্রেমে পড়ে সুদূর আমেরিকা থেকে প্রেমিকের কাছে ছুটে আসেন মধ্যবয়সী ডংসন লং নামের এ নারী।প্রথমদিকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব এবং প্রেম। তারপর বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের দূরত্ব ঘুচিয়ে প্রেমিক ফয়সাল আহমেদের কাছে ছুটে আসেন ডংসন লং।

প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বনানীপাড়ার সোনালী ব্যাংক কর্মচারী শাহাবুল হোসেনের ছেলে ফয়সালের প্রেমে পড়ে আমেরিকা থেকে ছুটে আসেন মধ্যবয়সী এ নারী। পরে গোপনে তারা বিয়ে করেন। কারণ ফয়সালের আরেক স্ত্রী ও সন্তান রয়েছে। তাই কাউকে কিছু না জানিয়ে মার্কিন তরুণীকে বিয়ে করে পালিয়ে যান ফয়সাল।

চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের অ্যাডভোকেট এসএন এ হাশেমী বলেন, মধ্যবয়সী এক মার্কিন নারীর সঙ্গে ফয়সাল নামে এক যুবকের বিয়ে হয়েছে। তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছেন।

তবে পুরো বিষয় নিয়ে কোন কথা বলতে রাজি হননি ফয়সালের বাবা শাহাবুল হোসেন। ফয়সালের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।