গরু ব্যবসায়ীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা
যশোরের বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে নিজ বাড়িতে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন এবং প্রতি শুক্রবার কসাইয়ের কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে মিজানুরকে নিতে ভ্যান চালক বাড়ির গেটে এসে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা বাইরে বের হয়ে দেখেন উঠানে রক্তাক্ত অবস্থায় মিজানুরের নিথর দেহ পড়ে আছে। পরে পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে।
এলাকাবাসী মো. ইউনুস আলী বলেন, মিজান একজন সৎ ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গ্রামের কারও সঙ্গে তার বিরোধ ছিল না। কীভাবে এ হত্যাকাণ্ড ঘটলো, সেটি রহস্যজনক। তিনি প্রশাসনের কাছে হত্যার সঠিক তদন্ত ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ বলেন, খবর পেয়ে রাত ৪টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, এটি পরিকল্পিত নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।