২৬ আগস্ট ২০২৫, ১২:১৫

বিশেষ গণবিজ্ঞপ্তি চেয়ে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি ১৮তম নিবন্ধনে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের

১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীরা  © ফাইল ফটো

১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা (NTRCA) চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সুপারিশ নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা।

নিবন্ধন প্রার্থীরা উল্লেখ করেছেন, ২০২৩ সালের ২ নভেম্বর NTRCA ১৮তম বিজ্ঞপ্তি প্রকাশের সময় ১৮,৬৫,৭১৯ জন আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারী, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে ৬০,৫২১ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তবে ১৯ আগস্ট প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে লক্ষাধিক পদের বিপরীতে মাত্র ৪১,৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ফলে প্রায় ৬০ হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও ১৮তম পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৬,২১৩ জন প্রার্থী তাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন।

প্রার্থীরা জানিয়েছেন, মেধা ও যোগ্যতা সত্ত্বেও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় তারা হতাশা, মানসিক চাপ ও পারিবারিক-সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন। যেহেতু নতুন পদ্ধতিতে ১৯তম পরীক্ষা ও নিয়োগ প্রদান হবে, তাই তারা অনুরোধ জানিয়েছেন যে, ১৮তম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর ১৯তম সার্কুলার জারি করা হোক।

নিবন্ধন প্রার্থীরা স্মরণ করিয়ে দিয়েছেন, ২০২২ সালের ০৬ ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে ১৫,১৬৩ জন প্রার্থীর জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তাদের দৃঢ় বিশ্বাস, এবারও ৬০ হাজারের অধিক শূন্য পদ পূরণের জন্য NTRCA কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ ১৬,২১৩ জন প্রার্থীর নিয়োগ প্রদান করবে।

স্মারকলিপিতে প্রার্থীরা দুটি দাবি জানিয়েছেন—
১। ১৮তম ভাইভা উত্তীর্ণ সুপারিশ বঞ্চিত সকল প্রার্থীদের দ্রুত সময়ে “বিশেষ গণবিজ্ঞপ্তি”র মাধ্যমে নিয়োগের আওতায় আনা হোক।
২। নীতিমালা পরিবর্তনের আগে চূড়ান্তভাবে উত্তীর্ণদের সনদের মেয়াদ থাকা শর্তে শূন্যপদে নিয়োগ দেওয়া হোক।

প্রার্থীরা শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করার জন্য দ্রুত সময়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের যোগ্য, মেধাবী ও উদ্যোমী প্রার্থীদের নিয়োগ প্রদানের ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।