নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, গণঅধিকারের নেতা ফারুকসহ আহত অনেকে
দিনাজপুরে হেরিটেজ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানসহ অনেকেই আহত হয়েছেন। রবিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জেলার আমবাড়ি এলাকায় এ দুঘটনা ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনার পরপরই বিষয়টি ফারুক হাসান তার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভ এসে নিশ্চিত করেছেন।
লাইভে তিনি বলেন, দিনাজপুরের আমবাড়ি এলাকায় আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে গেছে। গাড়ির প্রায় সব যাত্রী কম-বেশি আহত হয়েছেন। আমি নিজেও আহত।
তিনি আরও বলেন, গাড়িচালক হয়তো ঘুমিয়ে পড়ছিলেন বিধায় এমন দুর্ঘটনা হয়েছে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, আমরা যখন উদ্ধার কাজে যাই তখন শুনেছি যে গণঅধিকারের নেতা ফারুক হাসান ছিলেন। স্থানীয়দের কাছে শুনলাম উনি তেমন আঘাত প্রাপ্ত হয়নি। উনি নিজ দায়িত্বেই আমরা যাওয়ার আগেই উনি চলে গেছেন। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জনের মত। তবে গুরুতর আহত কেউ হয়নি। এখন গাড়িটা ডোবা থেকে উদ্ধার করা হচ্ছে ।