১৯ আগস্ট ২০২৫, ১১:০২

ব্রাহ্মণবাড়িয়ায় সিসি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র দুই পরিবারের সংঘর্ষ, আহত ৬

প্রতীকী ছবি  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিসি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মামুন ভূইয়া (৩৮), রুজিনা (২৫), মেহেদী (১৮), রাশেদ (১৬), হৃদয় (২৮) ও অন্তর (২৪)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগাঁও গ্রামের কাদির মিয়ার ছেলে মামুন ভূইয়া বাড়ির নিরাপত্তার জন্য নিজ বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করেন। শনিবার তার চাচা রাজ্জাক মিয়ার ছেলে হৃদয় ও অন্তর ক্যামেরাগুলো ভেঙে ফেলার অভিযোগ ওঠে। রোববার সন্ধ্যায় মামুন ক্যামেরাগুলো মেরামত করতে গেলে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহত রুজিনা অভিযোগ করেন, হৃদয় ও অন্তর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে প্রতিবাদ করায় তারা তাদের পরিবারকে মারধর করেছে।

এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।