কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো ৫ হাজারে
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামে এক জেলের জালে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে সাগরে জাল তোলার সময় বড়সড় ইলিশটি উঠে আসে। পরে ইলিশটি কুয়াকাটা মেয়র বাজারে আনা হলে রাসেল ফিস আড়তের মাধ্যমে প্রতি মণ ১ লাখ ২০ হাজার টাকা দরে স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন নিলামে ৫ হাজার ১৭০ টাকায় মাছটি কিনে নেন।
জেলে নাসির মাঝি বলেন, ‘আজ ট্রলারে শুধু একটি মাছই পেয়েছি। এখন সাগরে বড় ইলিশের সংখ্যা খুব কম। তবে এ মাছটির ওজন বেশি হওয়ায় ভালো দাম পেয়েছি। আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি।’
ব্যবসায়ী ছগির হোসেন বলেন, ‘এখন এ ধরনের বড় সাইজের ইলিশ খুব কম ধরা পড়ে। তাই লাভের আশায় মাছটি কিনেছি। আশা করি ভালো মুনাফায় বিক্রি করতে পারব।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় সাইজের ইলিশ জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় জেলেরাও বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ দিন দিন বাড়ছে। আশা করছি সামনের দিনে ইলিশ আরও বৃদ্ধি পাবে এবং দামও কমে আসবে।’