০৫ আগস্ট ২০২৫, ০৭:৩৩

ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু, ক্ষতিপূরণ ও উচ্চ পর্যায়ের তদন্তে হাইকোর্টে রিট

ফারিয়া তাসনিম  © টিডিসি

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন নালায় পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম ওরফে জ্যোতি (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অবহেলার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং নিহতের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল হাসান এই রিট দায়ের করেন। আজ সোমবার রিটকারীর পক্ষে আইনজীবী আজিমুদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের জানান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উত্থাপন করা হলে আদালত আগামী রোববার শুনানির জন্য রাখেন। রিটে সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরকে বিবাদী করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত ২৮ জুলাই রাত সাড়ে ৮টা ৩০ মিনিটের দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকনাবিহীন নালায় পড়ে যান ফারিয়া তাসনিম। পানির তীব্র স্রোতে তিনি দ্রুত স্রোতের সঙ্গে ভেসে যান। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করলেও তাঁকে জীবিত পাওয়া যায়নি। ৩৭ ঘণ্টা পর, ৩০ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বাশপত্তি এলাকার শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

নিহত ফারিয়া তাসনিম চুয়াডাঙ্গা সদর থানার বাগানপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিম উল্লাহ আহমেদের মেয়ে। তিনি একটি বহুজাতিক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং কাজের সূত্রে টঙ্গীতে এসেছিলেন। ঘটনার দিন তিনি কর্মস্থলের কাছাকাছি হাসপাতালে ওষুধ সরবরাহ শেষে ফিরছিলেন।

স্থানীয়দের অভিযোগ, নালার ওই অংশটি দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন ছিল। কোনো সতর্কতামূলক সাইনবোর্ডও লাগানো হয়নি। বর্ষা মৌসুমে নালাটি ছিল পানিপূর্ণ এবং প্রবল স্রোতের কারণে পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। একই এলাকায় অতীতে অন্তত তিনটি দুর্ঘটনার খবর স্থানীয় গণমাধ্যমে এসেছে, তবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

রিটে বলা হয়, সড়ক, ফুটপাত ও জনপথের নিরাপত্তা নিশ্চিত করা স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব। দায়িত্বে অবহেলার কারণে মানুষের প্রাণহানি ঘটলে তা আইনের চোখে অবৈধ ও দণ্ডনীয়। তাই এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিতে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।