পহেলা বৈশাখের সকালে রোদ, বিকালে বৃষ্টি
রবিবার পহেলা বৈশাখের সকালে দেশের অধিকাংশ জেলায় ভ্যাপসা গরমসহ রোদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে। বিকালে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কাল বৈশাখী ঝড় হয়। রাজধানী ঢাকায় এ ঝড়ের গতি ছিল ঘন্টায় ৬৪ কিলোমিটার। ঝড়ের সাথে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হয়। বিকালে ও সন্ধ্যায় হওয়া ঝড়-বৃষ্টিতে কর্মস্থল থেকে ফেরা কিংব ঘুরতে বের হওয়া মানুষ বিপাকে পড়েন।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিত আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে ৫৬ মিলিমিটার। সবেচেয় বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায়, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করবে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবারও একই ধারা অব্যাহত থাকবে।