৩০ জুলাই ২০২৫, ১৯:০৮

দুই মাস না পেরোতেই বদলি হল ইউএনও

নাছরীন আক্তার ও সজীব কান্তি রুদ্র  © টিডিসি ফটো

মাত্র দুই মাস আগে কর্ণফুলী উপজেলায় যোগদান করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। তবে তার স্থায়িত্বকাল দীর্ঘ হয়নি। মঙ্গলবার (২৯ জুলাই) তাকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বদলি করা হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুর উল্লাহ নুরীর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, নাছরীন আক্তারকে তাৎক্ষণিকভাবে দাউদকান্দি উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হল। তার স্থলাভিষিক্ত হবেন রাঙামাটির রাজস্থলী উপজেলার বর্তমান ইউএনও সজীব কান্তি রুদ্র।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন ইউএনও মাসুমা জান্নাতের স্থলাভিষিক্ত হয়ে কর্ণফুলীতে দায়িত্ব গ্রহণ করেন নাছরীন আক্তার। কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে হঠাৎ করে তাকে বদলি করা হল, যা নিয়ে স্থানীয় প্রশাসনিক মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তবে হঠাৎ এই বদলির কারণ সম্পর্কে সরকারি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সদ্য নিয়োগ পাওয়া ইউএনও সজীব কান্তি রুদ্র একজন চৌকস ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত। রাজস্থলীতে দায়িত্ব পালনকালে তিনি উন্নয়ন কার্যক্রম ও জনসেবামূলক উদ্যোগে সুনাম অর্জন করেছিলেন।

কর্ণফুলীতে নতুন ইউএনওর আগমনে প্রশাসনিক গতিশীলতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।