২২ জুলাই ২০২৫, ০৯:৪৬

৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

ফাইল ছবি  © সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হস্তান্তরকৃত মরদেহগুলোর পরিচয় হলো— বাগেরহাট জেলার গণি শেখের মেয়ে ফাতেমা আক্তার (৯), বরিশাল জেলার সামিউল করিম (৯), কুষ্টিয়া জেলার রজনী ইসলাম (৩৭), টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুরায়রা (৯),  ঢাকার রফিক মোল্লার মেয়ে শারিয়া আক্তার (১৩), ঢাকার নুসরাত জাহান আনিকা (১০), ঢাকার মুকুল সালাউদ্দিনের ছেলে সা’দ সালাউদ্দিন (৯) ও গাজীপুর জেলার শাহ আলমের মেয়ে সায়মা আক্তার (৯)।

এ ছাড়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ এখনো মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকালে সাড়ে ৮টা পর্যন্ত এ দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

এর আগে, সোমবার (২২ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এর পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে। শিক্ষাপ্রতিষ্ঠানটির যে ভবনটিতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে তখন স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে। জুনিয়র সেকশনের ওই ভবনে নার্সারি, ওয়ান, টু, থ্রি— এসব শ্রেণির ক্লাস হয়। যুদ্ধবিমানটি সরাসরি ভবনে আঘাত করে।