২১ জুলাই ২০২৫, ২১:১০

নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি  © সংগৃহীত

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের মো. কেনু মিয়া (৬০) নিখোঁজ হওয়ার ছয় দিন পর হাওর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সোমবারদুপুরে বাড়ির পেছনের মহিষকুড়া হাওরে স্থানীয় লোকজন একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কেন্দুয়া থানা-পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।

নিহত কেনু মিয়া ও গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে। তিনি গত বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। 

মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি পচে ও গলে যাওয়ার কারণে শরীরে কোনো আঘাত আছে কি না, বোঝা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।