২১ জুলাই ২০২৫, ১২:২২
জাসদ সভাপতি হাসানুল হক ইনু হত্যা মামলায় গ্রেপ্তার
রাজধানীর রামপুরা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পুলিশ পরিদর্শক (নি.) মো. বায়েছুল ইসলাম খান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালতে ইনুকে হাজির করে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি বৈষম্যবিরোধী আইনে দায়ের করা হয়েছে বলে জানা গেছে।