পাথর মেরে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাথর মেরে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের একজন নান্নুকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৫ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে র্যাব-১১-এর একটি দল তাকে আটক করে।
সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১১। এর আগে ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা পাঁচ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন।
এরআগে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যার এ ঘটনার পর নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে ১৯ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ৫ ধাপে মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। তারা হলেন— মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮), মনির ওরফে লম্বা মনির (৩২), টিটন গাজী (৩২), সজীব ব্যাপারী (২৭), মো. রাজিব ব্যাপারী (২৫) ও নান্নু।