এই প্রজন্ম একটি নতুন গণতান্ত্রিক সংবিধান উপহার দেবে : নাহিদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই প্রজন্ম বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান উপহার দেবে যেটি জনগণের অধিকার নিশ্চিত করবে এবং স্বৈরতন্ত্রের অবসান ঘটাবে। রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকায় বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
মওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চের কথা স্মরণ করে নাহিদ বলেন, নদীর ন্যায্য হিস্যা ও সীমান্ত রক্ষায় প্রয়োজন হলে আবারও রাজশাহী থেকে লং মার্চ হবে। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নয়। ক্ষমতা ও সম্পদের বিকেন্দ্রীকরণ চাই। রাজশাহীতে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়ন নিশ্চিত করতে হবে। এই কারণেই আমরা এই গণঅভ্যুত্থান করছি।
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ।
অনুষ্ঠান শেষে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও জমায়েত হওয়ার ঘোষণা দিয়ে ‘জুলাই ঘোষণা’ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। এরআগে এদিন সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জিরো পয়েন্টে গিয়ে পথসভায় পরিণত হয়। এতে রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।