পবিত্র আশুরা: তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন, আতশবাজি ও পটকা নিষিদ্ধ
আগামী ৬ জুলাই (১০ মহররম, ১৪৪৭ হিজরি) পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জননিরাপত্তা ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ বুধবার (২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
ডিএমপির জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাজিয়া মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি ধারালো ও বিপজ্জনক অস্ত্র বহন করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেন। এতে ধর্মপ্রাণ নগরবাসীর মনে ভীতি ছড়ায় এবং জননিরাপত্তা হুমকির মুখে পড়ে। এ ছাড়া আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর মতো কাজও ধর্মীয় ভাবগম্ভীরতার পরিপন্থী বলে উল্লেখ করেছে ডিএমপি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি অর্ডিন্যান্সের (নং III/১৯৭৬) ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে যেকোনো ধরনের ধারালো অস্ত্র বহন ও আতশবাজি/পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।