১৫ জুন ২০২৫, ১৩:০৭

অর্থের বিনিময়ে আন্দোলনে অংশ নেওয়া চক্রের বিরুদ্ধে নিউজের জেরে সাংবাদিকে হেনস্তা

হেনস্থাকারীদের কয়েকজন  © টিডিসি

রাজধানীর জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে সংঘটিত বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে রহস্যজনকভাবে অর্থের বিনিময়ে একটি চক্রের অংশগ্রহণ করার বিষয়কে প্রতিবেদনের মাধ্যমে সামনে আনায় দ্য ডেইলি ক্যাম্পাসের মাল্টিমিডিয়া রিপোর্টার আজবার রাজকে হেনস্থা করেছে চক্রটির সদস্যরা।

আজ রবিবার (১৫ জুন) সকালে জাতীয় প্রেসক্লাব এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযুক্তদের ছবি এবং ভিডিও দ্য ডেইলি ক্যাম্পাসের কাছে থাকলেও তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক আজবার রাজ বলেন, প্রেসক্লাব এলাকায় ১০-১২ জনের একটি গ্রুপ নিয়মিত অবস্থান করে। তাদেরকে প্রায় সকল আন্দোলনেই দেখা যায়। তাদের সন্দেহজনক আচরণ এবং কিছু তথ্যের ভিত্তিতে আমরা যখন জানতে পারলাম তারা অর্থের বিনিময়ে বিভিন্ন আন্দোলনে অংশ নেয়, তখন আমরা বিষয়টি নিয়ে কাজ শুরুর উদ্যোগ নেই। এ প্রেক্ষিতে গত ১৩ জুন সকালে প্রেসক্লাব এলাকায় অনুষ্ঠিত কর্মসূচি থেকে ফেরার পথে আমিসহ অন্য মিডিয়ার কয়েকজন সাংবাদিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। এ জিজ্ঞাসাবাদের একটি ভিডিও প্রতিবেদন 'একই ব্যক্তিদের দেখা যায় রাজধানীর সকল আন্দোলনে'  শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়।

তিনি বলেন, আজ প্রেসক্লাব এলাকায় সংবাদ কভার করতে গেলে গত পরশুদিন প্রকাশিত প্রতিবেদনের জেরে তারা আমাকে ডেকে গালিগালাজ করে হেনস্থা করে। তারা আমাকে ধাক্কা দেয় এবং আঘাত করার চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এককথায়, তারা আমার সাথে খুবই অসদাচরণ করে। শুধু তাই নয়, তারা আমাকে প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেয়। 

'একই ব্যক্তিদের দেখা যায় রাজধানীর সকল আন্দোলনে' শীর্ষক ভিডিও প্রতিবেদনটি দেখুন এখানে