টিসিবি ও ওএমএসের সরকারি পণ্য মজুত করে অন্যত্র বিক্রি
রাজধানীর ডেমরা এলাকার আমলিয়া মডেল টাউনের একটি গুদামে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে। অভিযানে দেখা যায়, সেখানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ওপেন মার্কেট সেল (ওএমএস) -এর বিপুল পরিমাণ পণ্য অবৈধভাবে মজুদ করা হয়। সরকার সাধারণ মানুষের জন্য যে-সব নিত্যপ্রয়োজনীয় পণ্য কম মূল্যে বরাদ্দ দেয় সেই পণ্যগুলো বিভিন্ন ব্র্যান্ড বা মোড়কে পুনঃপ্যাকেট করে অন্যত্র বেশি দামে বিক্রি করে।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর ডেমরা এলাকার আমলিয়া মডেল টাউনের একটি গুদামে সেনাবাহিনীর অভিযান চলাকালে এ ঘটনা উদ্ঘাটিত হয়।
এ নিয়ে টিসিবির তথ্য কর্মকর্তা যুগ্ম পরিচালক হুমায়ুন কবির বলেন, আসলে ঘটনাটি হচ্ছে সেখানে টিসিবির ৭৫ বোতলের মতো তেল ধরা পড়ছে। আর বকিগুলো খাদ্য অধিদপ্তরের চাল আর আটা। এটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কাছে রিপোর্ট আসলে, যদি কোন আমাদের ডিলার সম্পৃক্ত থাকে তাহলে আমরা অফিসিয়ালি ব্যবস্থা নিব।
আরও পড়ুন: ছাত্র ইউনিয়ন নেতার পোস্টে আবরারের মতো করে ফাইয়াজকে হত্যার হুমকি
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা ঘটলে আমরা সংশ্লিষ্ট থানায় কাগজ নিয়ে কোন ডিলারের সম্পৃক্ততা পেলে, ডিলারশিপের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। টিসিবির নীতিমালা অনুযায়ী যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে তার জামানতসহ ডিলারশিপ বাতিল হয়ে যায়। আর পুলিশ একটি মামলা দেয় সেইটা তার নিজস্ব গতীতে চলতে থাকে।
তবে এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান জানান, ঘটনাটির পর বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে। এই ঘটনায় পারভেজ নামে একজন আসামি পলাতক এবং তাকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
উদ্ধারকৃত মালামাল সম্পর্কে ওসি মাহমুদুর রহমান বলেন, ‘এই পণ্যগুলো মূলত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচির আওতায় সরকার সাধারণ মানুষের জন্য সরবরাহ করছিল।’