জুলাই আন্দোলনে নিহত শিশু রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স
রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা পরিবারের নামে থাকা স্থাপনা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই আলোকে ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নামও পরিবর্তন হচ্ছে। এবার ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের বদলে নতুন নাম হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।’

গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসার ছাদে থাকলেও গুলি লাগে রিয়ার মাথায়। কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় রিয়া গোপ মৃত্যুবরণ করে। মাত্র সাড়ে ছয় বছরের শিশুর এই মৃত্যু সবাইকে কাঁদিয়েছিল। সেই রিয়ার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। মহিলা ক্রীড়া কমপ্লেক্স হিসেবে ক্রীড়াঙ্গনে পরিচিতি থাকলেও, এটি আওয়ামী লীগ আমলে সাবেক অ্যাথলেট ও শেখ কামালের প্রয়াত বধূর নামে নামকরণ হয়েছিল। 

এদিকে ঢাকার জাতীয় স্টেডিয়ামের সামনে থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ করা হয়েছে। তেমনি রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’।

রবিবার (৯ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এই স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ