ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:১৪ AM , আপডেট: ০৬ মার্চ ২০২৫, ১১:২০ AM

বগুড়ায় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) রাত ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
জানা গেছে, নিহত অপর্ণা জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকার হিমাংশু চক্রবর্তীর মেয়ে। তিনি বগুড়া নার্সিং কলেজের ছাত্রী ছিলেন।
স্থানীয় ও আত্মীয় স্বজন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবসত বাড়ির ছাদ থেকে পড়ে যান অর্পিতা। তখন পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, মেয়েটির পায়ে সমস্যা ছিল। অসাবধানতাবসত তিনি পড়ে যান।