০৫ মার্চ ২০২৫, ১২:২৭
গাইবান্ধায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে জান্নাতি আক্তার নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জান্নাতি ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির নলকূপের পাশে রাখা বালতির পানিতে অসাবধানতাবশত পড়ে যায় জান্নাতি। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বালতির পানিতেই তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ইইউবিতে হামলার অভিযোগে শিক্ষার্থীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস সংস্কার করা হয়েছে : উপাচার্য

শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ
