ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ইফতারের আয়োজন ছাত্রদল নেতার
মাহে রমজান উপলক্ষে জামালপুরের ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো মোখলেছুর রহমান রূপক।
ইফতারের জন্য বিশ্ববিদ্যালয়ে টোকেন ও বক্স স্থাপন করা হয়েছে। যারা ইফতার করতে আগ্রহী তারা বিকাল ৪ টার পূর্বেই বক্সে টোকেন ফেলে। সেখান থেকে টোকেন এর সংখ্যার উপর ভিত্তি করে ইফতারের আয়োজন করা হয়।
প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হয় ইফতারের। ইফতারে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও আলাদা ব্যবস্থা করা হয়েছে৷
উল্লেখ্য, ২য় রমজান থেকে এ গণ-ইফতারের আয়োজন করা হয়। যেখানে নারী শিক্ষার্থীসহ অনেক শিক্ষার্থী ইফতারে অংশ নিয়েছেন। ক্যাম্পাস বন্ধ না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে বলে জানা যায়।
এ বিষয়ে আয়োজক ছাত্রদল নেতা মো. মোখলেছুর রহমান রূপক বলেন, ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে, আমার ক্যাম্পাসের শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখভাল দায়িত্বের মধ্যে পড়ে। তারই প্রেক্ষিতে মাহে রমজানে শিক্ষার্থীদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য ইফতারের আয়োজন। আমার সামর্থ্য অনুযায়ী মাসজুড়ে এই কার্যক্রম চলমান রাখব ইনশাআল্লাহ৷