০৪ মার্চ ২০২৫, ১৬:৪৩

ওয়াহিদউদ্দিন মাহমুদ একসঙ্গে দুটি মন্ত্রণালয় চালাতে পারছেন না: প্রেস সচিব

অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন  © সংগৃহীত

উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করে আসছেন। বয়স ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বড় দায়িত্বের কারণে দুটি মন্ত্রণালয় চালাতে পারছেন না তনি। সে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। 

আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ তার কাজের চাপের কথা আগেই জানিয়েছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে উঠেছিল। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

শিক্ষা মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক ড. সিআর আবরার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এবং শরণার্থী, অভিবাসন ও মানবাধিকার বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন।

অধ্যাপক ড. সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক উল্লেখ করে প্রেস সচিব বলেন, কাল (বুধবার) উনি শপথ নেবেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। প্রথমে ১৬ জন উপদেষ্টাকে নিয়ে সরকার গঠন করা হলেও পরে আরও দুই দফায় উপদেষ্টার সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়ায়।