ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ, স্টারলিংক চালুর প্রস্তাব

শীর্ষ মার্কিন উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছেন তিনি।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি মাস্কের কাছে পাঠানো এক চিঠিতে ড. ইউনূস তাকে বাংলাদেশে আসার আহ্বান জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, সফরের মাধ্যমে মাস্ক বাংলাদেশের যুবক ও নারীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যারা স্টারলিংক প্রযুক্তির অন্যতম সুবিধাভোগী হবে।
ড. ইউনূস চিঠিতে বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলি।’
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংক সংযোগ যুক্ত হলে তা বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ করে উদ্যোগী যুবসমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের জন্য এটি হবে যুগান্তকারী উন্নয়ন।
স্টারলিংক পরিষেবা চালুর জন্য প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এজন্য তিনি স্পেসএক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন।
এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলোচনায় তারা কম খরচের উচ্চগতির ইন্টারনেট কীভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, শিক্ষা ও স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে পারে এবং সুবিধাবঞ্চিত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে— এসব বিষয় নিয়ে কথা বলেন।