২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৬

স্থানীয় সরকার নির্বাচন করতে হলে আমাকে কবরে পাঠাতে হবে: ইশরাক

স্থানীয় সরকার নির্বাচন করতে হলে আমাকে কবরে পাঠাতে হবে: ইশরাক
ইশরাক হোসেন  © সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘জীবন থাকতে কোনও স্থানীয় সরকার ফরকার হবে না। তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সাথে যুদ্ধ করে, আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে। এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নাই।’ 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বতীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে। হতে পারে এর মাধ্যমে ছোট দল, নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে। অন্য কোনো পক্ষেরও এজেন্ডা থাকতে পারে। কিন্তু আমার দৃষ্টিতে মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উথান ঘটবে।’

স্থানীয় নির্বাচনের যেকোনো উদ্যোগকে চক্রান্ত হিসাবেই গণ্য করা হবে জানিয়ে ইশরাক লেখেন, ‘ঢাকা ও অন্যত্র স্থানীয় সরকার নির্বাচনের যে কোন উদ্যোগকে একটি চক্রান্ত হিসাবেই গণ্য করা হবে। হাসিনার কমিশনার/কাউন্সিলরা কেমনে হয় এবং তারা কীভাবে ফিরে আসতে পারে ওইটা আমাদের মুখস্থ। জীবন থাকতে কোনও স্থানীয় সরকার ফরকার হবে না।’

তিনি আরও লেখেন, ‘বই পড়তে শেখার আগে ঢাকার রাজনীতি শিখতে শুরু করেছি। জন্ম থেকে এগুলো দেখছি, বিদেশে কেবল উচ্চশিক্ষার জন্যে কয়েক বছর কাটিয়েছি। ঢাকার অলি গলির রাজনীতি কীভাবে হয় এবং হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময় তা নতুন করে বয়ান দেওয়ার দরকার নাই।’ 

নির্বাচনে বিএনপি নেতাদের অংশগ্রহণ করা নিয়ে বিএনপির এই নেতার ভাষ্য, ‘আমাদের দলীয় কেও যদি ভুলেও স্বপ্ন দেখেন, যেই হন না কেন আপনাদের চিনবো না। অতএব এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে ১০০ বার চিন্তা করে নিয়েন। আগে বরখাস্তকৃত কমিশনের/কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার, শাস্তি ও নির্মূল করতে হবে।’