ইতিহাস তার নিজের গতিতে প্রতিশোধ নেয়: কবি আব্দুল হাই শিকদার
কবি আব্দুল হাই শিকদার বলেছেন,‘ইতিহাস তার নিজের গতিতে প্রতিশোধ নেয়। গোঁজামিল দিয়ে বাংলার ইতিহাস রচিত হয়েছে।’ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আবু সাঈদ বইমেলার এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের ২ টা আইকন। এক মুজিবুর রহমান এবং দুই রবীন্দ্রনাথ ঠাকুর। এই ২টা অস্ত্র দিয়ে ভারতের আধিপত্য পুস করে তারা। আওয়ামী লীগ হল মুক্তিযোদ্ধা তৈরির কারখানা। যে কারখানার মাধ্যমে এক পাশ ঢুকে ওপর পাশে বেরুলে মুক্তিযোদ্ধা এবং উল্টোভাবে বেরিয়ে আসলে রাজাকার বানানো হয়।’
কবি আরও বলেন, ‘ভারতের টিভি চ্যানেলগুলো অনাবৃত আকাশ দিয়ে গলিত পুঁজের মতো আমাদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। আমার ছেলেরা নষ্টামি, ভ্রস্তামি ,পরকীয়া এবং বিবাদ বাঁধানো শিখতেছে এই ভারতীয় টিভি চ্যানেলের মাধ্যমে।আর আমাদের চ্যানেলগুলো তাদের দেশে দেখাইলে নাকি তাদের কালচারের নিজস্বতা নষ্ট হয়।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ মাসুম।
এর আগে, দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে কালো ব্যাজ ধারণ ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় । এছাড়াও বাদ আসর কেন্দ্রিয় মসজিদে মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।