মহানবীকে ‘কটাক্ষ’ করার অভিযোগ, এবার ওএসডি কবি গালিব
ধর্মীয় অবমাননার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে সোহেল হাসান গালিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুব আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোহেল হাসান গালিব আগামী বৃহস্পতিবারের (২৭ ফেব্রুয়ারি) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ দুপুর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
২০২৪ সালে প্রকাশনা প্রতিষ্ঠান উজান থেকে প্রকাশিত বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ‘কটাক্ষ’ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় আতঙ্কে অমর একুশে বইমেলায় উজানের স্টল বন্ধ রয়েছে।
সোহেল হাসান গালিব একটি সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুভাকাঙ্ক্ষীরা জানান, স্বতন্ত্র ভাষাশৈলী ও বিদ্রুপাত্মক লেখার জন্য তার পরিচিতি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয়। সেখানে একটি কবিতা পোস্ট করার পরই মূলত তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ ওঠে। যদিও ওই কবিতায় ধর্ম অবমাননার উপাদান ছিল না বলে দাবি তাদের। বরং কবিতাটি ছিল বিদ্রুপাত্মক, যা সংক্ষুব্ধরা বুঝতে ব্যর্থ হয়েছেন।