মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তরের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক নারী কাউন্সিলর শামীমা আক্তারকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা মামলা রয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তেজগাঁও তেজকুনি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীমা আক্তার ডিএনসিসির মহিলা সংরক্ষিত (২৬, ২৭ ও ২৮) নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। জুলাই আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান।
তেজগাঁও থানা পুলিশ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এক শিক্ষার্থীর পরিবারে হামলা, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার শামীমার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তেজগাঁও থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল শাহ বলেন, সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিলরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর মডেল থানার সহায়তায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তের স্বার্থে এবং অন্যান্য আসামিদের শনাক্ত করতে আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।