সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ঝড়ো বৃষ্টি

দেশের পাঁচটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ কারণে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে, পাশাপাশি শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা স্থিতিশীল থাকবে। সকালে শীতের আমেজ থাকলেও দিনে গরমের অনুভূতি বাড়বে। দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।