০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২

৩২ নম্বরের বাড়িতে ভেঙে ফেলা গাছের নারিকেল নিয়ে কাড়াকাড়ি

৩২ নম্বরের বাড়িতে ভেঙে ফেলা গাছের নারিকেল নিয়ে কাড়াকাড়ি
নারিকেল নিয়ে যাচ্ছেন একজন  © ফেসবুক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভে আসাকে কেন্দ্র করে ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। গুঁড়িয়ে দেওয়া হয় বাড়ি। এ কার্যক্রম চলছে আজ বৃহস্পতিবারও (৬ ফেব্রুয়ারি)।

এক পর্যায়ে ৩২ নম্বরের বাড়ির ভেতরে থাকা একটি নারিকেল গাছ বুলড্রোজার দিয়ে ভেঙে ফেলা হয়। তখন সেখানে নারিকেল নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় উৎসুক জনতাকে।

সরেজমিনে দেখা যায়, বুলডোজার দিয়ে নারিকেল গাছটি ভাঙার আগে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল উৎসুক জনতা। গাছটি ভেঙে মাটিতে পড়ার সাথে সাথেই নারিকেল নিতে হুমড়ি খেয়ে পড়ে তারা।

একজন একটি ছোট ডাব পেয়ে বলেন, ‘এখানে আমি প্রশান্তি পেয়েছি যে, আমিও একটা ডাব নিতে পেরেছি। এ ঘটনার স্বাক্ষী তো থাকতে পারলাম।’

আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে নামফলক ভাঙতে গিয়ে পড়ে আহত শিক্ষার্থী

উল্লেখ্য, বুধবার রাতে ‘মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচি ঘোষণার পর রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে ভাঙচুর করছেন উত্তেজিত ছাত্র-জনতা। ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বর অভিমুখে যাওয়ার কর্মসূচি দেয়।