০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৫

ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের পর আগুন

আগুনের দৃশ্য  © টিডিসি ফটো

‘মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচি ঘোষণার পর রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর এই ঘটনা ঘটে। 

এর আগে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বর অভিমুখে যাওয়ার কর্মসূচি দেয়।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার আগে থেকেই ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। পরে রাত ৮টার দিকে তাদের ঢল নামে। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে সড়কের গেট ভেঙে প্রবেশ করে। পরে সেখানে থাকা তিনতলা বাড়িটির দরজা ভেঙে ছাত্র-জনতা ভেতরে প্রবেশ করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ভাঙচুর চলছিল।

এসময় উত্তেজিত জনতাকে জ্বালো জ্বালো, আগুন জ্বালো; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই-, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা- ইত্যাদি স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।