দেড় কোটি রেমিট্যান্স যোদ্ধার ভোটাধিকার নিশ্চিতের দাবি হাসনাত আবদুল্লাহর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:১২ PM

আগামী নির্বাচনে দেড় কোটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘দেশের বিভিন্ন জায়গায় ভোটার হালনাগাদ কর্মসূচি চলছে। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা আমার দেড় কোটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই-বোনেরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, নির্বাচন কমিশনকে সে ব্যবস্থা করতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে তিনি লেখেন, ‘নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য চব্বিশের গণ-অভ্যুত্থানে প্রবাসী ভাইয়েরা এক অনন্য নজির স্থাপন করেছেন। নিশ্চিত শাস্তির বিধান জানার পরও আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে হাসিনার বিরুদ্ধে প্রবাসীরা রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন। অসহযোগ আন্দোলনে অকুণ্ঠ সমর্থন জানিয়ে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতনকে ত্বরান্বিত করেছেন। সুতরাং এই বিশাল একটা অংশকে বাদ দিয়ে কোন নির্বাচন মানি না।’
আওয়ামী সরকারের আমলে প্রবাসীরা ভোট দিতে পারেননি জানিয়ে হাসনাত বলেন, ‘প্রক্রিয়াগত জটিলতা ও তথ্যের ঘাটতি থাকার অজুহাতে পোস্টার, ব্যালট বা ডাকযোগে ভোট দেওয়ার আইনি ব্যবস্থা থাকা সত্ত্বেও বিগত বছরগুলোতে তার বাস্তবায়ন হয়নি। ফলে নাগরিকদের বিশাল একটি অংশ নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এটা ফ্যাসিস্ট, খুনী হাসিনার একটি চক্রান্ত ছিল।’
প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট না দিতে পারলে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, ‘নির্বাচন কমিশন যদি প্রবাসী দেড় কোটি যোদ্ধার ভোট প্রদান নিশ্চিত করতে না পারে, তাহলে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। এতে আমি যদি একজনও হই, তবে এই বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাব। স্বচ্ছ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা বসে থাকব না। হাসিনা স্টাইলে কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে দেব না (লাউড এন্ড ক্লিয়ার)।’
একই পোস্টে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একটা পোর্টাল ও অ্যাডভান্স ভোটিং সিস্টেম চালু করার দাবিও জানান হাসনাত আব্দুল্রাহ।