২৪ জানুয়ারি ২০২৫, ২০:১১

গাড়ি থামিয়ে চালকদের ঘুম, মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা ইলিয়টগঞ্জ এলকায় ঘন কুয়াশার কারণে গাড়ি চালাতে পারছিলেন না চালকরা। তাই গাড়ি থামিয়ে ঘুমিয়ে পড়তে থাকেন তারা। এরপরেই মহাসড়কে সৃষ্টি হতে থাকে দীর্ঘ যানজট। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে সৃষ্টি হওয়া এই যানজট ৫ কিলোমিটার ছাড়িয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে যানজটের সৃষ্টি হলে সকালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের ঘুম থেকে জাগিয়ে যানজট নিরসনে কাজ শুরু করে। মহাসড়কের ইলিয়টগঞ্জের কুটুম্বপুর থেকে গোমতা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তবে আজ দিনব্যাপী যানজট না থাকলেও মহাসড়কে থেমে যান চলাচলের দৃশ্য দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, শুক্রবার ভোররাতে যানজট সৃষ্টি হয়েছিল। চালকরা সড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আমরা সড়কে এসে সবাইকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করি।