জুলাই আন্দোলনে নিহত-আহতদের জন্য সিএসআর কোথায়, প্রশ্ন আইসিটি নীতি উপদেষ্টার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ AM

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের সাহায্য করা এককভাবে শুধুই কি সরকারের দায়িত্ব এবং নিহত-আহতদের জন্য সিএসআর নেই কেন বড় করপোরেটদের, এমন প্রশ্ন তুলেছেন আইসিটি নীতি উপদেষ্টা ও লেখক ফাইজ তাইয়েব আহমেদ।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।
ফাইজ তাইয়েব আহমেদ বলেন, ‘ভয়েস ও ডেটা কমিউনিকেশন কোম্পানির সিএসআর মানি কোথায় যায়?’
মোবাইল অপারেটর ও ডেটা কোম্পানিগুলোর দায়দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মোবাইল কোম্পানি, এনটিটিএন, আইআইজি, আইএসপি কিংবা আইজিডব্লিউ কিংবা ফাইবার বা কোন ডেটা সেন্টার কোম্পানি, অর্থাৎ ভয়েস ও ডেটা কমিউনিকেশনের করপোরেট কোম্পানিগুলো কি জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের অনুকূলে সোশ্যাল রেস্পন্সিবিলিটিতে ব্যয় করেছে?’
এ ছাড়া দেশের পুঁজিপতিদের উদ্দেশ করে এই টেকসই উন্নয়নবিষয়ক লেখক বলেন, ‘আহত ও নিহতদের সাহায্য করা এককভাবে শুধুই কি সরকারের দায়িত্ব? অর্থনীতির বড় বড় প্লেয়ারদের কোনো দায়-দায়িত্ব নেই কি? না করে থাকলে, কেন করেনি বা সিগ্নিফিক্যান্টলি করেনি!’
হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘বিষয়টা আমাকে অবাক করছে। আমি কয়েকটা স্টেকহোল্ডারকে বলেছিও। তারপরও কোনো সাড়া নাই। সারপ্রাইজড! করপোরেট কমিউনিকেশনের কোম্পানির কিছু প্রোগ্রামে গিয়েছি। কোথাও কেউ নিহতদের স্মরণে একটা শব্দ উচ্চারণ করে না। এখন যাওয়া বন্ধ করেছি।’
ফাইজ তাইয়েব আহমেদ প্রশ্ন রেখে বলেন, ‘কেন তাদের এই অ্যাটিচুড? তারা আমাদের কী মেসেজ দিতে চায়? তারা গণঅভ্যুত্থানের স্পিরিট কতটা ধারণ করে? আদৌ ধারণ করে কি!’