২০ জানুয়ারি ২০২৫, ১৩:৩০

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে মানববন্ধন

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে মানববন্ধন
সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে মানববন্ধন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন ‘ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশী শিক্ষার্থীরা’। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় শাহবাগের প্রজন্ম চত্বরে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা  জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তিক চাকরিতে বয়সসীমা বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করে পুরুষদের ক্ষেত্রে ৩৫ ও মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর করার দাবি জানান।

এ সময় গত ১৭ ডিসেম্বর দ্যা ডেইলি ক্যাম্পাস প্রকাশিত মুয়ীদ চৌধুরীর সুপারিশ বিষয়ক প্রতিবেদনটির কিছু অংশ প্লেকার্ড হিসেবে ব্যবহার করতে দেখা যায় তাদের। এছাড়াও তাদের হাতে  ‘বয়স নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই; মেধা ও যোগ্যতাকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না; জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন চাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশ তাদের ব্যবহৃত হ্যান্ড মাইক জব্দ করেছে। এ বিষয়ে মানববন্ধনে উপস্থিত একজন বলেন, আমরা যখন সকালে এখানে উপস্থিত হতে শুরু করি তখন পুলিশ আমাদের ব্যবহৃত হ্যান্ডমাইক জব্দ করেছে। এ থেকে বোঝা যায় রাষ্ট্রযন্ত্র সব সময় নিপীড়িত মানুষের বিপক্ষে কাজ করে।