মহাসড়কে যানবাহন থামিয়ে সশস্ত্র ডাকাতি, আহত ২
নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের নোয়াদিয়া বাজার ও রেন্ট্রিতলা বাজারের মধ্যবর্তী স্থানে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে ডাকাতরা সড়কে গাছ ফেলে অন্যান্য যানবাহন আটকে যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের তথ্যমতে, ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র রামদা ও ছুরিসহ আক্রমণ চালায়। তারা প্রায় ১০ থেকে ১৫টি ট্রাক, তিন-চারটি সিএনজিচালিত অটোরিকশা এবং দুই থেকে তিনটি মোটরসাইকেল থামিয়ে ডাকাতি করে।
এ সময় ডাকাতদের আক্রমণে তিন-চারজন যাত্রী রক্তাক্ত জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের বাড়ি কিশোরগঞ্জ, অন্যদের বাড়ি নোয়াদিয়া, বালিজুড়া ও রাজীবপুর গ্রামে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুজনকে আহত অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার উপপরিদর্শক জাহিদ হাসান রানা বলেন, ডাকাত দলটি স্থানীয় গ্রাম বা জঙ্গলে সংগঠিত হয়ে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এলাকাবাসী সন্দেহ করছেন যে স্থানীয় অসাধু ব্যক্তিদেরও এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে।
আশপাশের গ্রামগুলোতে যদি ১০ থেকে ১৫ জন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি খতিয়ে দেখলে ডাকাত দলটিকে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।
তিনি বলেন, রাতের বেলায় মহাসড়কে চলাচলে সতর্ক থাকার আহ্বান জানাই। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আশা করছি দ্রুতই ডাকাত দলকে আটক করতে সক্ষম হব।