জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৪, গেজেটে জানাল সরকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:২৭ AM

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে ৮৩৪ জন ‘শহীদের’ নাম স্থান পেয়েছে।
গেজেটে শহীদদের মেডিকেল কেইস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তাদের মৃত্যুর ঘটনাস্থল বা তারিখ প্রকাশ করা হয়নি।
জানা গেছে, শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দিতে ‘জুলাই গণঅভ্যুত্থানের অধিদপ্তর’ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে শহীদদের সংখ্যা ৮৩৪ জন আর আহতদের সংখ্যা প্রায় ১৫ হাজার। মূলত এই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা করতে এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে কাজ করবে এই অধিদপ্তর।
এর আগে, গত বছরের ২১ ডিসেম্বর, সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল শহীদ ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ করেছিল। এছাড়া, ১৫ আগস্ট জুলাই-আগস্টে নিহত এবং আহতদের তালিকা তৈরি করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। যাচাই-বাছাই শেষে বুধবার শহীদদের নাম প্রকাশ করে প্রথম গেজেট প্রকাশ করা হয়।
তালিকানুসারে শহীদরা হলেন- হাসাইন মিয়া, মো. আশরাফুল আলম, মো. মোজাক্কির মিয়া, শেখ নয়ন হোসেন, মোঃ তোফাজ্জুল হোসেন, মো. সাদিকুর রহমান, সানি আহমদ, মো. নাজমুল ইসলাম, রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ সরদার, মো. মিনারুল ইসলাম, মো. আকিনুর রহমান, গৌছ উদ্দিন, মিনহাজ আহমদ, মো. ফরিদ শেখ, আমজাদ হোসেন, মো: আশিকুল ইসলাম রাব্বি, সাজিদ হাওলাদার, মো. জাহাঙ্গীর, মো. আসিব মিয়া, হাসিব আহাসান, মো. কামরুল ইসলাম (সেতু), জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মাহিন, মো. রশিদ, রথিন বিশ্বাস, রাকিব হোসেন, বিজয়, রোকনুজ্জামান রাকিব, মো. শাওয়ান্ত মেহতাব (প্রিয়), মো. তারেক রহমান, মো. আলামিন বিশ্বাস, মো. ওয়াসিম, মো. ফয়সাল আহমেদ শান্ত, তানভির ছিদ্দিকী, রবিউল ইসলাম রকিব, মো. নিজাম উদ্দীন, মো. মজিদ হোসেন, মো. মুনিরুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, জুলফিকার আহম্মেদ শাকিল, মো. সজল, মো. জামাল, মো. আব্দুল্লাহ আল মুস্তাকিম, মো. ইউছুফ শেখ, মো. আশরাফুল ইসলাম, মো. জুনাইদ ইসলাম রাতুল, মো. উসামা, মো. বাবলু ফারাজী, জিন্নাতুল ইসলাম খোকন, মো. শাহারিয়া, মো. সবুজ, মারুফ মিয়া, মো. সোহেল রানা, মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ কবির, মো. মাহবুব আলম, মো. সবুজ মিয়া, সারদুল আশীষ সৌরভ, মো. মাহাবুব হাসান নিলয়, মো. রাজু আহম্মেদ, মোহাম্মদ সাইফুল হাসান, মাহাফুজুর রহমান, শেখ মো. সাকিব রায়হান, মিরাজুল ইসলাম অর্নব, মো. সাগর আহম্মেদ, মো. সুজন, সাব্বির হোসেন রনি, আবরার মাসনুন নীল, মো. সজিব, হাসনাইন আহম্মেদ, মাহামুদুর রহমান সৈকত, মো. রুস্তম, সুজন হোসেন, আরাফাত মুন্সী, মো. মমিন, গোলাম নাফিজ, শাফিক উদ্দিন আহমেদ, রিপন, মো. কবিরুল ইসলাম, মো. শাহিদুল আলম, মো. আয়াতুল্লাহ, মো. জিহাদ হাসান, মো. শামিম হাওলাদার, নাসির ইসলাম, মো. সুজন মিয়া, মো. আসিফ ইকবাল, মো. আসিফ ইকবাল, মো. আহনাফ আবীর আশরাফুল্লাহ, মীর মাহফুজুর রহমান, মো. রমজান আলী, মো. শিমুল, সামিদ হোসেন, আলমগীর হোসেন, সাবিদ হোসেন, মো. আব্দুল মান্নান, সিয়াম শুভ, মো. জাহাঙ্গীর আলম, মো. হাফিজুর রহমান, মো. রিদওয়ান হোসেন, মেহেদী হাসাস রাব্বী, মো. সাগর রহমান। তালিকার আরও শহীদদের তথ্য দেখুন এখানে।