জুলাই ঘোষণাপত্র: সর্বদলীয় বৈঠকে যে পরামর্শ দিয়েছে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ  © সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠকে বিএনপি-জামায়াত সহ দেশের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে। 

বৈঠক শেষে জুলাই ঘোষণাপত্র নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে, বৈঠকে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

বৈঠকে বিএনপি ও জামায়াতের পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে অংশ নেয়নি কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত হয়েছেন। সবাই বলেছেন, এই ধরনের একটা ঘোষণাপত্র করার দরকার আছে। তবে এখানে অনেক সাজেশন আসছে- মোটা দাগে হলো- ঘোষণাপত্রে সবার অবদান বলতে হবে, ধারাবাহিকতা উল্লেখ করতে হবে।’


সর্বশেষ সংবাদ